
স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান
পানিবন্ধী শতাধিক পরিবারের জলাবদ্ধতা নিরসন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন। ঘটনাটি ওই উপজেলার মাহিলাড়া ইউনিয়নের উত্তর বিল্লগ্রামের বাসিন্দারা জানিয়েছেন, স্থানীয় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা পিকলু গুহু খালে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দেওয়ায় গ্রামের শতাধিক পরিবার চরম বিপাকের মধ্যে পড়ে যায়,কয়েকদিনের টানা বর্ষনে জলাবদ্ধতা আরো চরম পর্যায়ে পৌঁছলে বিষয়টি উপজেলা প্রশাসনকে লিখিত ভাবে জানানো হয়। এরপরই শনিবার দুপুর বারটার সময় সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন সহ থানা পুলিশের সদস্যরা। পরে জনগুরুত্বপূর্ন বিবেচনায় খালের বাঁধ কেটে দিয়ে শতাধিক পরিবারকে জলাবদ্ধতা থেকে মুক্ত করা হয়।
এব্যাপারে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারা লিখিত অভিযোগ করেন। সেই ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি স্যারের নির্দেশনায় খালের বাঁধ কেটে দেওয়া হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
Leave a Reply