
মোঃ মেহেদী হাসান, স্টাপ রিপোর্টার ॥
জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলা, পরিবেশ রক্ষা ও সবুজ পৃথিবী গঠনের লক্ষে বরিশালের গৌরনদীতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে উপজেলা চত্বর ও গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ফলজ চারা রোপনের মধ্যদিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।
কর্মসূচীর উদ্বোধনকালে ইউএনও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে ভবিষ্যত প্রজন্মকে রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নাই। কারণ বৃক্ষ না থাকলে অচিরেই জলবায়ুর বিরুপ প্রতিক্রিয়া দেখা যাবে। যার ফলে বৃষ্টিপাত হবে না অথবা অতিবৃষ্টি অনাবৃষ্টির ফলে কৃষিকাজ ব্যাহত হবে। খাদ্য শস্য উৎপাদন হবেনা। আর খাদ্য শস্য উৎপাদন না হলে বিদেশ থেকে আমাদের খাদ্য আমদানি করতে হবে।
এজন্য প্রত্যেকটি প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় সরকারি-বেসরকারি ফাঁকা জমিতে স্ব স্ব প্রতিষ্ঠানের উদ্যোগে গাছের চারা রোপন করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারী ভাবে বৃক্ষ রোপন করতে নাগরিকদের উৎসাহিত প্রদান করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাফর খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা প্রমূখ।
Leave a Reply