প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ৪:১৮ পি.এম
আগামী নির্বাচনে অবশ্যই জনগণ বিএনপিকে নির্বাচিত করবে -তারেক রহমান

আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ও প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ বৈঠকে বসছেন বিএনপির স্থায়ী কমিটি।
সোমবার দুপুরে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল পদ্ধতিতে বৈঠকে যোগ দেবেন। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে জানা যায়।
একাধিক সূত্র মতে, সারাদেশে নেতাকর্মীদের মধ্যে একাধিক জরিপ এবং প্রায় এক হাজার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আলোচনার পর প্রার্থীদের তালিকা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
বিএনপির দলীয় সূত্র অনুযায়ী, আসন্ন নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া গত বছরের সেপ্টেম্বর থেকে তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে। প্রথম ধাপে সম্ভাব্য প্রার্থীদের মূল্যায়ন করেছে। দ্বিতীয় ধাপে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সঙ্গে সারাদেশে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আলোচনা করেছেন। তৃতীয় ধাপে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপিসহ বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে।
একাধিক সূত্র মতে, প্রায় ২০০ আসনের প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে। তবে ৬০–৭০টি আসনে একাধিক প্রার্থী এবং অভ্যন্তরীণ কারণে প্রার্থী নির্ধারণে সমস্যা দেখা দিয়েছে। প্রাথমিক তালিকা সাংগঠনিক দক্ষতা, অতীতে আন্দোলনে অবদান এবং জনমত জরিপের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে
সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় ঐক্যবদ্ধ হয়ে মাঠপর্যায়ে কাজ শুরু করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
@2025 বাংলার বার্তা. All right reserved.