প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ৫:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ৬:৩৩ পি.এম
আজকের মধ্যে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য শিবির সমর্থিত প্যানেলের আলটিমেটাম।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ফলাফল আজকের (শুক্রবার) মধ্যেই ঘোষণা করার আলটিমেটাম দিয়েছে শিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাজহারুল ইসলাম এ আলটিমেটাম দেন।
তিনি বলেন, ‘নির্বাচন বানচালের কোনো অপপ্রয়াস সফল হতে দেয়া হবে না। কেউ যদি নির্বাচন বানচাল করতে চায়, তাকে ক্যাম্পাস থেকে প্রতিহত করা হবে।’
তিনি আরও বলেন, ‘কোনো ষড়যন্ত্র, দলীয় এজেন্ডা, ট্যাগিং বা বুলিংয়ের মাধ্যমে যেন কোনোভাবেই নির্বাচন বাধাগ্রস্ত না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’
নির্বাচনে অব্যবস্থাপনার অভিযোগ থাকলেও ছাত্রদল ও বাগছাসের ‘ব্যাশিং’ ও ‘মিথ্যাচার’ তার চেয়েও বেশি আলোচিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ফলাফল প্রকাশের দাবি জানিয়ে মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা প্রশাসনকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই: আজকের (শুক্রবার) মধ্যেই যদি ভোট গণনা শেষ করে নির্বাচনের ফলাফল ঘোষণা না করা হয়, তাহলে আমরা কঠোর অবস্থান নিতে বাধ্য হব।’
@2025 বাংলার বার্তা. All right reserved.