
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে (মা ইলিশ রক্ষায়) সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে নদ-নদীতে মাছ শিকারের দায়ে একদিনে বরিশাল বিভাগে ৫৭ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
নিষেধাজ্ঞার চতুর্থ দিনে মঙ্গলবার (৭ অক্টোবর) বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন নদ-নদী থেকে এসব জেলেকে গ্রেপ্তারের পর পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বিভাগজুড়ে দণ্ডপ্রাপ্তদের নগদ অর্থ জরিমানার পাশাপাশি ৮৮টি মামলা দায়ের করা হয়েছে। পৃথক অভিযানে ১ লাখ ৮২ হাজার ২১৮ টাকার মূল্যের ৯ লাখ ৩ হাজার ৬৪০ মিটার জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল নিলামে বিক্রি করে মৎস্য বিভাগের আয় হয়েছে ১ লাখ ৫১ হাজার টাকা। এ সময় জব্দ করা হয়েছে ৬০৪ কেজি ইলিশ।
এছাড়াও বিভাগজুড়ে এদিন ৪৬৭টি অভিযান পরিচালনা করা হয়েছে। পরিচালিত হয়েছে ১৪২টি ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বরিশাল বিভাগের ১৯৮টি মৎস্য অবতরণকেন্দ্র, ৮১০টি মাছঘাট, ১ হাজার ৩৫৩টি আড়ত ও ৮৩২টি বাজার পরিদর্শন করা হয়েছে।
মৎস্য বিভাগের তথ্যানুযায়ী, মঙ্গলবার দিনভর বরিশাল জেলার নদ-নদীসহ বিভিন্ন স্থানে ১৩৫টি অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ। এর মধ্যে ৩৮টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৪ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলা দায়ের হয়েছে ৪৬টি। জেলার ৫৫টি মৎস্য অবতরণকেন্দ্র, ২২১টি মাছঘাট, ১৯১টি আড়ত ও ১৬৩টি বাজার পরিদর্শন করা হয়েছে।
মেঘনা নদী বেষ্টিত বরিশালের হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন— মেঘনা নদীর হিজলা উপজেলার আলীগঞ্জ এলাকায় মা ইলিশ রক্ষা অভিযানিক দলের ওপর মঙ্গলবার বিকেলে হামলা চালায় জেলেরা। এতে তিনি (সিনিয়র মৎস্য কর্মকর্তা)সহ কোস্টগার্ডের চার সদস্য আহত হন। এ সময় হামলার সঙ্গে জড়িত সাত জেলেকে আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন— জীবন সরদার, আব্দুর রহিম, মিরাজ হোসেন, সাদ্দাম, রায়হান পাটোয়ারী, বরকত উল্লাহ ও সুজন। তারা সকলেই মেহেন্দিগঞ্জের উলানিয়া এলাকার বাসিন্দা।
সিনিয়র মৎস্য কর্মকর্তা আরও জানান, আটক সাতজনের মধ্যে ছয়জনকে ছয় মাস করে কারাদণ্ড এবং বয়স কম হওয়ায় একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার।
সূত্রমতে, ঝালকাঠি জেলায় ৩৪টি অভিযানের মধ্যে ২২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলা দায়ের হয়েছে ১৫টি।
পটুয়াখালী জেলায় ৯১টি অভিযানের মধ্যে ২৩টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। মামলা দায়ের হয়েছে ১০টি।
পিরোজপুর জেলায় ৬০টি অভিযানে ২৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলেদের অর্থদণ্ড করে ছেড়ে দেওয়া হয়েছে। বরগুনা জেলায় ৬৩টি অভিযানের মধ্যে নয়টি ভ্রাম্যমাণ আদালতে একজন জেলেকে কারাদণ্ড ও একটি মামলা দায়ের করা হয়েছে।
ভোলা জেলায় ৮২টি অভিযানে ২১টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজন জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়। মামলা দায়ের হয়েছে ১৬টি।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মা ইলিশ রক্ষায় এবার বিভিন্ন কৌশলে অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষেধাজ্ঞার শেষ সময় পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
Leave a Reply