
বরিশাল বাণী : বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নে জামায়াতের মনোনিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট জাকির হোসেন বলেছেন, বর্তমান বাংলাদেশে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের একটি আবহ তৈরী হয়েছে। এটি কায়েম করতে যুব সমাজের মুখ্য ভুমিকা পালন করতে হবে। ৫ অক্টোবর রোববার বিকেলে জামায়াতের চরামদ্দি ইউনিয়ন কার্যালয়ে যুব বিভাগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা যুব বিভাগের অফিস সম্পাদক হাসিবুর রহমান। সভাপতি ছিলেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নেছার উদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা রেদওয়ানুল হক এনাম।
Leave a Reply