
বাংলার বার্তা ডেস্কঃ
বরিশালের গৌরনদীতে খালে গোসলে নেমে এক সন্তানের জননী নিখোঁজ গৃহবধু উম্মে হানিয়া বিথীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।
গৃহবধু বিথী গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ড এলাকার হরিসেনা গ্রামের রিপন সরদারের স্ত্রী এবং দক্ষিণ বিজয়পুর গ্রামের শাহ আলম সিকদারের মেয়ে।
নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মানসিক ভারসাম্যহীন বিথী বুধবার সকালে বিজয়পুরস্থ তার বাবার বাসা থেকে বের হয়ে পালরদী স্কুল এন্ড কলেজের সামনের খালে গোসলে নেমে নিখোঁজ হয়।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, সকাল নয়টার দিকে স্কুল সংলগ্ন পালরদী খালে গোসলে নেমে আর উঠতে পারেনি মানসিক ভারসাম্যহীন ওই গৃহবধু। স্থানীয়রা তাকে উদ্ধারের চেস্টা চালিয়ে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা সকাল ৯:৩০ মি. ফায়ার সার্ভিসের ডুবুরি টিম উদ্ধার কাজ শুরু করে, দুপুর আড়াইটার দিকে খাল থেকে গৃহবধু বিথীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
জুতা পরে গোসলে নামছে। সঠিক নিউজ কামনা করছি
মানসিক ভারসাম্যহীন ওই গৃহবধু