প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ৫:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ৬:৩৫ পি.এম
খুলনায় আবারও সক্রিয় জাল নোট কারবারিরা

খুলনা নগরীতে আবারও সক্রিয় হয়ে উঠেছে জাল নোটের কারবারিরা। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পরপর দুজনকে জাল টাকাসহ আটক করা হয়েছে। দুর্গাপূজাকে সামনে রেখে এ চক্রটি সক্রিয় হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
গত ১৭ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানা পুলিশ সুন্দরবন মার্কেটের পেছনে একটি বিকাশ দোকানের সামনে থেকে নাজমুল হাসান রমিম (২২) নামে এক যুবককে আটক করে। তল্লাশিতে তার কাছ থেকে ২২টি এক হাজার টাকার সাদৃশ্য জাল নোট উদ্ধার করা হয়।
অন্যদিকে, ২৮ সেপ্টেম্বর রাতে খানজাহান আলী থানা পুলিশ পথেরবাজার চেকপোস্টে অভিযান চালিয়ে শহিদ গোলজার (৫২) নামের এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ২৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়া গত তিন মাসে আরও কয়েকটি ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। এতে স্থানীয়দের মধ্যে জাল টাকা ছড়িয়ে পড়ার আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে ব্যবসায়ীরা বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
নগরীর বড় বাজার এলাকার ব্যবসায়ী আব্দুস সালাম হাওলাদার বলেন, ‘দুদিন আগে অনেকগুলো টাকার মধ্যে একটি পাঁচশ টাকার নোট জাল বলে সন্দেহ হয়। আমি সেটি গ্রহণ করিনি। কিন্তু সব সময়ই ভয় থাকে, যদি ধরা না যায় তবে ব্যবসার ক্ষতি আর দায় আমার ঘাড়েই পড়ে। প্রশাসনের আরও কঠোর নজরদারি করা দরকার।’
একই এলাকার বিকাশ এজেন্ট কামরুল ইসলাম বলেন, ‘প্রতিদিন প্রচুর টাকা লেনদেন হয় বিকাশ ও নগদের মাধ্যমে। মাঝেমধ্যেই জাল টাকা হাতে আসে। টের না পেলে দিনের পুরো ব্যবসা শেষ হয়ে যায়। একটি চক্র অত্যন্ত সুকৌশলে বাজারে টাকা ছড়িয়ে দিচ্ছে।’
উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মাদ তাজুল ইসলাম বলেন, ‘জাল নোট নিয়ন্ত্রণে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে কাজ করছি। ডিবি পুলিশও তৎপর রয়েছে। কেউ ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
@2025 বাংলার বার্তা. All right reserved.