
মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার।
গৌরনদী পৌরসভার ৩ নং ওয়ার্ড বানিয়াশুরী গ্রামে দিঘির দক্ষিণ পাড় বালুর মাঠে কোকো স্মৃতি ফুটবল টুনামেন্ট এর পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত,বানিয়াশুরী একাদ্শ ও কসবা একাদশ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়, অএ খেলায় বানিয়াশুরী একাদশ ০-৩ গোল দিয়ে বিজয় লাভ করেন, এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পৌর ছাত্রদলের সদস্য মোঃ সজিব কবিরাজ, যুবদল নেতা মোঃ মিলন ঘরামী, পৌর ছাত্রদল নেতা মোঃ খায়রুল সরদার, মোঃ তায়েব ঘরামী,মোঃ পলাশ সরদার সহ স্থানীয় সকল পেশাজীবি সর্বসাধারণ মানুষ উপস্থিত ছিলেন
Leave a Reply