
বরিশালের গৌরনদীতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন গৌরনদী শাখার উদ্যোগে ২৪ জুন ২০২৫ইং রোজ মঙ্গলবার সকাল-১০:০০মি: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রীয় দাবি বাস্তবায়নের সমন্বয়ে পরিষদ ঘোষিত ৬দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারি অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-এ,কে,এম,মাইনুদ্দিন কেন্দ্রীয় কমিটি (ভারপ্রাপ্ত) প্রধান সমন্বয়ক, এবং সভাপতি, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন বরিশাল জেলা।
প্রধান অতিথির বক্তব্যে ৬দফা দাবির তুলে ধরেন-
১,নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক /সমমান করে ১৪ তম গ্রেট প্রদান
২,পদোন্নতি ও টেকনিক্যাল মর্যাদা
৩,ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ
৪,পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতার ডিগ্রি নিশ্চিতকরণ
৫,স্বাস্হ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্নীকরণ করতে হবে ৬,বেতন স্কেলে উন্নতি করণ। কর্মসূচি থেকে ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
সভাপতিত্ব করেন -মোঃ মনিরুজ্জামান সভাপতি, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন,গৌরনদী।
এ সময় তিনি বলেন ১৯৯৮ সাল থেকে আমাদের এগুলো জানিয়ে আসছে,কিন্তু ন্যায্য দাবিগুলো না মেনে নিয়ে আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করছেন।
আরো উপস্থিত ছিলেন, মো: রিয়াজ হোসেন -সাধারণ সম্পাদক, বাংলাদেশ হেলথ এসিস্টেন্ট অ্যাসোসিয়েশন গৌরনদী, খালিদ হাসান,নুরুজ্জামান শরীফ, মাহমুদ আলম, খাইরুল আলম, রিপা নাসরিন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
Leave a Reply