বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্রাক সংস্থার যৌথ উদ্যোগে ১৪ নভেম্বর শুক্রবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি সংস্থা ব্রাকের যৌথ আয়োজনে শুক্রবার সকাল দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোঃ মিরাজুল ইসলাম ব্রাক স্বাস্থ্য কর্মসূচি এরিয়া ম্যানেজার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মো. শাহতা জারাব সালেহীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: তৌকির আহমেদ আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), মাওলানা মোঃ হাফিজুর রহমান পৌর আমীর, জামায়াতে ইসলামী সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।