স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।
বরিশালের গৌরনদী উপজেলার সাব রেজিস্টার অফিসের দুই দলিল লেখক জালিয়াতির মুল হোতা দলিল লেখক মোঃ ইমন ও সজল মাহমুদকে হাতেনাতে আটক করা হয় ,দায় শিকার করেছেন দুই প্রতারক অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে জায়গা জমির পর্চা জাল করে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে মাঠ পর্চা রেজিস্টার করে দিতো। এসময় গৌরনদী উপজেলার সাব রেজিস্টার অফিসের দলিল লেখক,মোঃ মাহমুদ হাচান সজল(৪০) পিতাঃ আব্দল কুদ্দুস বয়াতী গ্রাম সাং দক্ষিণ পিঙ্গলাকাঠি গৌরনদী ও মোঃ ইমন পিতাঃ মৃত মহসিন উদ্দীন সাং মধ্য হোসনাবাদ গৌরনদী বরিশাল, এদের নিকট মাঠ পর্চার করার জন্য যান, শামিমা ইয়াসমিন, স্বামী আবুল কালাম, গ্রাম সাং পিংগুলাকাঠি তিনি জানান আমার কাছ থেকে টাকা নিয়ে প্রায় এক মাস ১৫ দিন পরে একটি পর্চা দেই, জমির পর্চাটি ছিল জাল জালিয়াতি। যেটি ভুক্তভোগী মাঠ পর্চা নিয়ে সহকারী কমিশন ভুমি মোঃ রাজিব হোসেন এর নিকট গেলে যাছাই বাছাই করে জালিয়াতির বিষয়টি সনাক্ত করা হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এদেরকে তিন মাসেল জেল ও ৫০০ টাকা করে ১০০০ টাকা জরিমানা করে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়।
Leave a Reply