বাংলার বার্তা ডেস্কঃ
গরঙ্গল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মরহুম মাওলানা মোঃ আবুল কালাম আজাদের রুহের মাগফিরাত কামনায় বৃহস্পতিবার সকাল দশটায় মাদ্রাসা হল রুমে দাখিল পরীক্ষাথী ২০১১ ও মাদ্রাসার আয়োজনে মরহুমের কর্ম জীবনের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গরঙ্গল দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মোশারফ হোসেন এর সুযোগ্য উত্তরসূরী ও বর্তমান মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শিক্ষানুরাগী মোঃ রেজা হাসান রাহাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাদ্রাসা অত্র মাদ্রাসার সাবেক ছাত্র হাফেজ মাওলানা মোঃ সাইফুল ইসলাম, মোঃ শাহাদাত হোসাইন, মোঃ ইমাম হোসেন, মোঃ মাহবুব গ্রীবা, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ আল মামুনসহ অত্র মাদ্রাসার সকল শিক্ষকমন্ডলী, অভিভাবক ও সকল শিক্ষার্থী বৃন্দ। এসময় তার কর্ম জীবনের উপর স্মৃতিচারণ মূলক আলোচনা করেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা মোঃ হেমায়েত উদ্দিন,সহ সুপার মাওলানা মোঃ আবুল কাশেম, মরহুমের সহকর্মী মাওলানা মোঃ সেকান্দার আলী, মাওলানা মোঃ আল আমিন, সাবেক এমএলএসএস আব্দুল খালেক সরদার।
আলোচনা শেষে মরহুম মাওলানা মোঃ আবুল কালাম আজাদ এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।