প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ৬:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ৮:১৬ পি.এম
গৌরনদীতে সাত মামলার পলাতক আসামী যুবলীগ নেতা গ্রেফতার।

বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক এবং চাঁদশী ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ মেহেদী সুলভকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিস্ফোরক, মারামারি ও চুরিসহ মোট সাতটি মামলার, পলাতক আসামি ছিলেন। সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার নাঠৈ গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নাঠৈ গ্রামে অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা সুলভকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মূলত বিস্ফোরক আইন, মারামারি এবং চুরি সংক্রান্ত একাধিক আইনে মোট সাতটি মামলা রয়েছে।
@2025 বাংলার বার্তা. All right reserved.