বাংলার বার্তা ডেস্কঃ
বরিশালের গৌরনদী উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত উবাই ইবনে কা’ব (রাঃ) হিফযুল কুরআন মাদরাসায় বৃহস্পতিবার বাদ যোহর অনুষ্ঠিত হলো কুরআনের আলো ছড়ানোর এক অনন্য অনুষ্ঠান। পুরো মাদরাসা প্রাঙ্গণ জুড়ে ছিল তিলাওয়াতের সুমিষ্ট ধ্বনি, শিক্ষার্থীদের উজ্জ্বল মুখাবয়ব আর শিক্ষকদের গর্বিত হাসি।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ছিলেন আলহাজ্ব ক্বারী নুরুল হক সাহেব।
তিনি শিক্ষার্থীদের নাজেরা শুরু করান এবং দোয়া করে বলেন –
“কুরআনই হচ্ছে জীবনের প্রকৃত আলো। এই পবিত্র কিতাবের সাথে জীবন গড়লে আল্লাহ দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করবেন।”
অনুষ্ঠানে দুইজন শিক্ষার্থী কুরআনের হিফজ সম্পূর্ণ করেছেন
হাফেজ আব্দুল্লাহ আল হাসানএবং
হাফেজ হাসিবুল ইসলাম।
এছাড়া ১২ জন শিক্ষার্থী কুরআন শরীফ নাজেরা শুরু করেছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য:
মোহাম্মদ আবরার রহমান,
মোহাম্মদ রাইয়ান এবং আরও ১০ জন ছাত্র।
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন গৌরনদী সাব-রেজিস্ট্রার জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম সাহেব। তিনি আবেগঘন সুমিষ্ট বলেন – যারা কুরআনকে হৃদয়ে ধারণ করে, তারা আল্লাহর বিশেষ বান্দা। হিফজ ও নাজেরা শিক্ষার্থীরা সমাজের জন্য রহমত। তাদের মেহনত ও চোখের অশ্রু কখনো ব্যর্থ হয় না। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী আবরারুল হক সাহেব।
উপস্থিত ছিলেন মুহতামিম হাফেজ ক্বারী একরামুল ইসলাম সাহেব, জনকণ্ঠ পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহমেদ হীরা,বরিশাল আঞ্চলিক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবদুছ ছালেক মামুন, গৌরনদী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোঃ বেল্লাল হোসেন,মানবাধিকার কর্মি সমাজসেবক মোঃ মিজানুর রহমান সহ অন্যান্যরা
মাদ্রাসা প্রতিষ্ঠাতা হাফেজ কারী আবরারুল হক সাহেব বলেন - তৃপ্তি, ভালোবাসা ও শুকরিয়ার আবহ এই কুরআনের নুরের অনুষ্ঠান। শিক্ষার্থীদের চোখে আনন্দাশ্রু, শিক্ষকদের মুখে গর্বের হাসি।
কুরআনের এই নূর যেন গোটা সমাজে ছড়িয়ে পড়ে।।