স্টাফ রিপোর্টার, মোঃ মেহেদী হাসান।
বিএনপির সহ-সাংগঠনিমক সম্পাদক মামুন বেপারী সোমবার দুপুরে নিজ বাড়িতে পৌঁছালে তাকে উষ্ণ সংবর্ধনা জানান গৌরনদীর বিপুল সংখ্যক রাজনৈতিক নেতাকর্মী। এই ব্যতিক্রমী সংবর্ধনা অনুষ্ঠানে তার নিজ বাড়ির মসজিদে এক মিলনমেলায় পরিনত হয়, নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে ফুল ও স্লোগানে বরণ করে নেন। মামুন বেপারী বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ নাঠৈ গ্রামের কৃতি সন্তান।
দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরায় মামুন বেপারীকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়কবীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক সদস্য সচিব মোঃ ফরিদ মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মোঃ মাসুদ রানা,ছাত্রদল সরকারি বাংলা কলেজের সহ-সভাপতি মো. রবিউল ইসলাম,গৌরনদী
ইতালি বিএনপি’র স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সম্মানিত সদস্য এবং ইতালি রোম মহানগর বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মামুন বেপারী গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তার দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, ২০০৯ সালে রাজনৈতিক মামলা, হামলা ও জেল-জুলুমের শিকার হয়ে তিনি বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হন। সেই থেকে তিনি প্রবাসে থেকেও দেশের রাজনীতি ও দলের প্রতিটি কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমি আমার প্রবাস জীবনের অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতাকে দেশের জনগণের কল্যাণে নিয়োজিত করতে চাই।”
দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে নেতাকর্মীদের মধ্যে নব উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, মামুন বেপারীর এই ফেরা গৌরনদী-বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং আগামী দিনের আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।