
স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।
বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডাঃ মোঃ সালেহিন।
মঙ্গলবার বেলা এগারোটার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য যোগদান করে নবাগত স্বাস্থ্য কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।
এসময় নবাগত স্বাস্থ্য কর্মকর্তা শতভাগ স্বাস্থ্য সেবার মাধ্যমে গৌরনদীবাসীর আস্থা অর্জনের প্রতিশ্রুতি দিয়েছেন।
সৌজন্য সাক্ষাতের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেন উপস্থিত ছিলেন।
দীর্ঘদিনের দালাল সিন্ডিকেট ভেঙে স্বাস্থ্য কমপ্লেক্সকে ঢেলে সাজানো ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে উভয় কর্মকর্তাগণ যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছেন।
Leave a Reply