1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
নরসিংদীর সদরে ওয়ান শুটার গান,গুলি ও সুইচ গিয়ার চাকু সহ সগীর নামে গ্রেফতার এক। - Dailybanglarbarta.com        
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন

নরসিংদীর সদরে ওয়ান শুটার গান,গুলি ও সুইচ গিয়ার চাকু সহ সগীর নামে গ্রেফতার এক।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৩ বার দেখা হয়েছে

নরসিংদীর সদরে ওয়ান শুটার গান,গুলি ও সুইচ গিয়ার চাকু সহ সগীর নামে গ্রেফতার এক।

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীতে শুটার গান, ১ রাউন্ড গুলি ও একটি চাকুসহ সগীর নামে একজনকে আটক করেছেন পুলিশ। নরসিংদীর সদরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটর গান, এক রাউন্ড তাজা গুলি এবং একটি সুইচ গিয়ার চাকুসহ সগীর আহমেদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অদ্য ২০ মে মঙ্গলবার দুপুরে সদরের বিলাসদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।গ্রেফতারকৃত সগীর আহমেদ রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের হাবিবুল্লাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অদ্য দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি বিশেষ টিম বিলাসদী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অভিযানে সন্দেহভাজন হিসেবে সগীর আহমেদকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। নরসিংদীর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদ হোসেন বলেন, গ্রেফতারকৃত সগীরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে কোনো সন্ত্রাসী চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে। কেউ আইনের চোখ ফাঁকি দিয়ে অপরাধ করে পার পাবে না। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নরসিংদীর বিভিন্ন এলাকায় পুলিশি তৎপরতা আরও জোরদার করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযানটি পরিচালিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।