প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ৪:১১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৫, ১১:৫৩ এ.এম
ফরচুন শপিং মলে বোরকা পরে ৫০০ ভরি স্বর্ণ চুরি

রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের একটি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে ওই শপিং মলের শম্পা জুয়েলার্সে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৩টার দিকে শম্পা জুয়েলার্স নামের একটি জুয়েলারি দোকানে দুজন লোক এই চুরির ঘটনা ঘটান। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে এই স্বর্ণ চুরি করে।
জুয়েলারির মালিকের দাবি, তার দোকানে ৪০০ ভরির মতো স্বর্ণের জুয়েলারি সাজানো ছিল। এছাড়াও ১০০ ভরির মতো বন্ধকি স্বর্ণ ছিল। এছাড়া ৪০ হাজারের মতো নগদ টাকা ছিল। চোর চক্র সব নিয়ে গেছে।
@2025 বাংলার বার্তা. All right reserved.