
বাংলার বার্তা ডেস্কঃ
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে বরিশাল জেলায় ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। জেলা যুব বিভাগের সভাপতি নুরুল হক সোহরাবের নেতৃত্বে বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশগুলোতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন এবং মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, মাদক কেবল ব্যক্তি নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। নুরুল হক সোহরাব তার বক্তব্যে যুবকদের মাদকের বিরুদ্ধে সচেতন হতে এবং সুস্থ জীবনধারায় ফিরে আসতে উৎসাহিত করেন।
এই উদ্যোগের মাধ্যমে বরিশাল জেলায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন এই আয়োজনকে সফল করতে সহযোগিতা করেছে।
Leave a Reply