প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ৯:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৫, ৯:৩৭ পি.এম
বরিশাল বিভাগের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলার বার্তা ডেস্কঃ
বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতাল এ করোনাভাইরাস সংক্রমণের প্রস্তুতি হিসেবে অক্সিজেন ব্যাংক উদ্বোধন ও বরিশাল পুলিশ লাইন্সে গ্রাটিটিউট হল এ আয়োজিত বরিশাল রেঞ্জের সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। আইন শৃঙ্খলা বিষয়ক মতোবিনিময় সভায় আইজিপি মহোদয় বরিশাল রেঞ্জাধীণ সকল ইউনিটের আইন-শৃঙ্খলা বিষয়ে পর্যালোচনা করেন এবং দিকনির্দেশনা মূলক নির্দেশনা প্রদান করেন।.
বিশেষ মতবিনিময় সভায় বরিশাল রেঞ্জের মাননীয় ডিআইজি( জনাব মোঃ মনঞ্জুর মোরশেদ আলম), জনাব মোঃ শফিকুল ইসলাম, (মাননীয় কমিশনার বরিশাল মেট্রোপলিটন) , বরিশাল জেলার পুলিশ সুপার, জনাব শরিফ উদ্দিন, সহ বরিশাল রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ এবং পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
অত্র বিশেষ কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যগণ অপারেশনাল ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে আইজিপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন। আইজিপি মহোদয় ধৈর্য ধরে তাদের কথা শোনেন। তিনি কতিপয় বিষয়ের তাৎক্ষণিক সমাধান দেন এবং অন্যান্য বিষয়াদি পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন রেঞ্জের সকল ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
@2025 বাংলার বার্তা. All right reserved.