অনিক কুমার দাস,কুমিল্লা জেলা প্রতিনিধি।
কুমিল্লা জেলার সদর চাঁনপুর এলাকা থেকে ৪৭ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় পন্য জব্দ করেছেন বিজিবি।
(০৭ জুলাই)রোজ সোমবার ভোর ৫ টা ৩০ ঘটিকায় এই বিশেষ অভিজান পরিচালনা করা হয়।
১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় সীমান্তবর্তী চাঁনপুর এলাকায় বিজিবির অভিযান টের পেয়ে সড়কের পাশে সিএনজি ভর্তি শাড়ি রেখে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে একটি সিএনজি সহ ৪৫৫ পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি আটক করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন বিজিবি।
১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ আরো জানান, বিজিবির উদ্ধার করা ৪৫৫টি ভারতীয় শাড়ির আনুমানিক মূল্য সাতচল্লিশ লাখ নব্বই হাজার টাকা। আটককৃত পণ্য কাস্টমস এ জমা করার প্রক্রিয়া চলছে।