
বাংলার বার্তা ডেস্কঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় এক মানবিক অনুষ্ঠানের আয়োজন করে তাদের সাথে সাক্ষাৎ করা হবে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধে আহত হওয়া চার শিক্ষার্থীর পরিবারের সাথে সাক্ষাৎ করবে ‘আমরা বিএনপি পরিবার’।
আজ বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় এক মানবিক অনুষ্ঠানের আয়োজন করে আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
এছাড়া সংগঠনটির উপদেষ্টা, সদস্য সচিব ও অন্যান্য সদস্যসহ বিএনপির নেতৃবৃন্দরাও উপস্থিত থাকবেন।
আহতরা হলেন, তাছরুবা মাহাবিন, আশরাফুল ইসলাম, নুরে জান্নাত ইউশা ও সুমাইয়া রহমান ল্যারিন।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এই তথ্য জানিয়েছেন। সূত্র : বাসস
Leave a Reply