
পুলিশের তথ্য বলছে, জেলায় মাইক্রোবাস ৯টি, প্রাইভেটকার ৪৯টি, ট্রাক-পিকাপভ্যান ৫৮টি, সিএনজি চালিত অটোরিকশা ১৯টি, মোটরসাইকেল ৪১৫টি, ইজিবাইক ২৮টিসহ ৫টি ভ্যান ও ৪টি সাইকেল জব্দ আছে। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মামলায়, বিভিন্ন রকমের যানবাহন জব্দ আছে ২৪৬টি। দ্রুত মামলার নিষ্পত্তি বা জব্দ মালামালগুলো নিলামের দাবি স্থানীয়দের। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বগুড়া সদর থানায় আগুনে বিভিন্ন মামলায় জব্দ থাকা ৫৬টি যানবাহন পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
Leave a Reply