
রাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের বাসে গুলি ও আগুন দেয়ার ঘটনায় দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। চাকরি না দেয়ায় ক্ষোভ থেকেই বাসে আগুন দেয়ার কথা জানান আটকরা। তবে সেনাবাহিনী বলছে, চাঁদা না পেয়ে আগুন দেন তারা।
গত শুক্রবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৭টা মিরপুর-১০ এর সেনপাড়ায় যাত্রীদের নামিয়ে আলিফ পরিবহনের বাসে গুলি বর্ষণ করা আগুন দেয়ার ঘটনা ঘটে।
ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মিরপুরের কাজিপাড়ায় চার ব্যক্তি মেট্রোরেলের পিলারের কাছে আলিফ পরিবহনের বাসটি দাঁড় করায়। যাত্রীদের নামিয়ে দুজন বাসে উঠে আগুন ধরিয়ে দেন। এ সময় নিচ থেকে ছোড়া হয় দুই রাউন্ড গুলিও।
এ ঘটনায় রূপনগরের ইস্টার্ন হাউজিং থেকে নেসার ও দিপু নামের দুই যুবককে আটক করে সেনাবাহিনী। যদিও ঘটনাস্থলে ছিলেন না দিপু। তবে, নেছার জানান, আশ্বাস দিয়েও চাকরি না দেয়ায় ক্ষোভের বসে ঘটনাটি ঘটিয়েছেন তারা।
Post Views: 40
Leave a Reply