বাংলার বার্তা ডেস্কঃ
কক্সবাজারের উখিয়ায় গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মরিয়ম বেগম (৩০) নামে এক নারী মারা গেছেন।
রোববার (২৯ জুন) রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এ ঘটনা ঘটে৷
জানা গেছে, মরিয়ম বেগম পেট ব্যথার কারণে তার ছেলেকে স্থানীয় হাসান আলীর মুদি দোকানে গ্যাস্ট্রিকের ওষুধ আনতে পাঠান। সেখানে হাসান আলী গ্যাস্ট্রিকের ওষুধের পরিবর্তে ইঁদুর মারার একটি ট্যাবলেট দেন। মরিয়ম বেগম ট্যাবলেটটি খাওয়ার পরপরই অজ্ঞান হয়ে পড়েন। পরে দ্রুত তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর মুদি দোকানদার পালিয়ে গেছেন।
নিহত মরিয়ম বেগম হরিণমারা গ্রামের আবুল হাসেমের স্ত্রী এবং তিন সন্তানের জননী। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।
নিহতের দেবর সাইফুল ইসলাম জানান, “দীর্ঘদিন ধরে ড্রাগ লাইসেন্স ছাড়াই হাসান আলী মুদি মালের পাশাপাশি কীটনাশক ও বিভিন্ন ওষুধ বিক্রি করে আসছেন। স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।”
এ বিষয়ে অভিযুক্ত দোকানদার হাসান আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দিন বলেন, “এমন কোনো অভিযোগ এখনো আমাদের কাছে আসেনি। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”