মুলাদী, ১২ সেপ্টেম্বর ২০২৫ — মুলাদী উপজেলায় ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দের ওপর ছাত্রদলের অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে মুলাদী উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয় এক প্রতিবাদী সমাবেশের মাধ্যমে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা সভাপতি মোঃ আকবর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক জেলা সভাপতি সানাউল্লাহ সাজিদ এবং বর্তমান জেলা সেক্রেটারি জনাব সাইয়্যেদ আহমেদ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি মোঃ আকবর হোসেন বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই— মুলাদীতে ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শিক্ষাঙ্গনে যদি সন্ত্রাসী কার্যক্রম চলতে থাকে তবে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আমরা প্রতিহত করব।”
তিনি আরও বলেন, “শান্তিপূর্ণ মুলাদীকে যারা অশান্ত করতে চায়, ছাত্রসমাজ তাদেরকে বয়কট করবে। ছাত্রশিবিরের ইতিবাচক কার্যক্রমকে সহ্য করতে না পেরেই এই হামলা চালানো হয়েছে। দায় চাপানোর রাজনীতি বন্ধ করতে হবে।”
ছাত্রদলের কর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান— “আপনাদের কোনো কর্মসূচি না থাকলে আমাদের কাছে আসুন, আমরা আপনাদেরকে কর্মসূচি দিয়ে দেব। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করুন। অন্যথায় ছাত্রলীগের মতো আপনাদেরও করুণ পরিণতি বরণ করতে হবে। শিক্ষাঙ্গনে সন্ত্রাসী রাজনীতি পরিহার করে একটি সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করুন।”
বিশেষ অতিথিরা বলেন, অতর্কিত সন্ত্রাসী হামলা করে ছাত্রশিবিরকে দমিয়ে রাখা যাবে না। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।