মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারের চলমান নিষেধাজ্ঞা চলাকালীন অসাধু জেলেদের বিরুদ্ধে অভিযানে নেমেছেন সেনাবাহিনীর সদস্যরা।
মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার বিভিন্নস্থানে বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড ও নৌ-পুলিশের যৌথ অভিযানে আজ সোমবার সকালে ২৭ জন অসাধু জেলেকে আটক করা হয়।
এসময় ২২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১২টি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টসহ হিজলা উপজেলার শান্তির বাজার, চর বাউসিয়া, বোম্বে শহর সংলগ্ন নদী ও খালে যৌথ অভিযানে নেতৃত্ব দিয়েছেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মারুফুল ইসলাম, মাসুদ পিও (মিউস) সিসি কোস্টগার্ড, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম।
সিনিয়র মৎস্য অফিসার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন-নিষেধাজ্ঞা শুরুর একদিন পর অসাধু জেলেরা অভিযানিক দলের ওপর হামলা চালানোর পর আরো বেপরোয়া হয়ে ওঠে।
যেকারণে অভিযানে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়। সেমতে আজ সোমবার যৌথ অভিযান পরিচালনা করে ২৭ জন জেলেকে আটক করা হয়েছে।
আটককৃতদের ভ্রাম্যমান আদালতে সোর্পদ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।