
জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, চাঁদাবাজি করা হারাম, ভিক্ষা করা হালাল। যদি অভাবী হন, তাহলে ভিক্ষা করুন, কিন্তু চাঁদাবাজি করবেন না। দুর্নীতি বন্ধ করুন। অভাব হলে থালা নিয়ে রাস্তায় বসাই ভালো।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসি ইউনিয়নের খাদুলি গ্রামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ সম্পদে সমৃদ্ধ একটি দেশ। কেবল দুর্নীতি বন্ধ করতে পারলে আগামী পাঁচ বছরের মধ্যেই দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তখন রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানকে আর ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হবে না।
ডাকসু নির্বাচন প্রসঙ্গে রফিকুল ইসলাম খান বলেন, কিছু রাজনৈতিক দলের মনে জমিদারি মানসিকতা কাজ করে। তারা মনে করে জনগণের ভোট দেওয়ার অন্য কোনো বিকল্প নেই। অথচ বাস্তবে শিবির ছাত্রদলের চেয়ে তিনগুণ ভোট পেয়েছিল।
ক্ষমতায় গেলে জামায়াতের অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন, আমরা রাজা হব না, জনগণকে প্রজা বানাব না। জনগণের সেবক হয়ে কাজ করব। বাংলাদেশকে ক্যাপসুল ফ্রি দেশে পরিণত করা হবে।
তিনি দাবি করেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশে কোনো বেকার থাকবে না। ১৮ কোটি মানুষের শ্রম ও দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে কর্মক্ষম ও শক্তিশালী জাতিতে রূপান্তর করা সম্ভব।
অমুসলিমদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রত্যেক নাগরিকই সমান অধিকার পাবে। একজন মুসলমান যেমন নাগরিক অধিকার ভোগ করবেন, তেমনি অমুসলিমরাও সমান অধিকার পাবেন।
সভায় সভাপতিত্ব করেন খাদুলি ওয়ার্ড জামায়াতের সভাপতি হাবিবুর রহমান বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমির অধ্যাপক মো. শাহজাহান আলী, উপজেলা সেক্রেটারি খায়রুল ইসলাম, অফিস সম্পাদক মো. আব্দুল বারীসহ স্থানীয় নেতারা।
Leave a Reply