প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ৫:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৫, ৭:২৯ পি.এম
শেষ সময়ে প্রার্থীদের প্রচারণা, ভোটার টানতে নানা প্রতিশ্রুতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন আজ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সোমবার (১৩ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত শেষ দিনের প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আর তাই শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা।
গত ১৯ দিনে প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। দিনের বেলা বিশ্ববিদ্যালয়ের অনুষদ, শাটল স্টেশন, ষোলশহর স্টেশন, ঝুপড়ি, হল এসব এলাকায় প্রচারণা চালিয়েছিলেন প্রার্থীরা। আর রাতের বেলায় প্রার্থীরা চেষ্টা করেছেন প্রতিটি হলে গিয়ে আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে, তাদের কথা শুনতে ও নিজেদের ইশতেহার জানান দিতে। এ ছাড়া নারী শিক্ষার্থীদের ভোটের জন্য তাদের নিজেদের ইশতেহার জানান দিতে হলে হলে প্রজেকশন মিটিং করেছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা।
এ দিকে নির্বাচন কমিশনার ড. মনির উদ্দিন জানান, ৫ জন ডিন রিটার্নিং অফিসার ও ১৫ জন বিভাগের চেয়ারম্যান প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ৬০টি ভোটকক্ষের জন্য প্রয়োজনীয় কর্মকর্তা, কর্মচারী ও নিরাপত্তা সদস্য নিয়োগ দেয়া হয়েছে। প্রতিটি দায়িত্বপ্রাপ্তকে প্রশিক্ষণ ও নির্দেশনা দেয়া হয়েছে। ৩০০টি স্বচ্ছ ব্যালট বাক্স ও ৭০০টি গোপন ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে।
তিনি আরও জানান, আমরা চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। ১৪ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত পুরো ক্যাম্পাস সিল্ড থাকবে। আইডি কার্ড ছাড়া কেউ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।
@2025 বাংলার বার্তা. All right reserved.