বাংলার বার্তা ডেস্কঃ
দৈনিক বাংলার বার্তা ও অন্যান্য গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে নড়েচড়ে বসেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। তবে বরাবরের মতো এবারও শুরু হয়েছে তড়িঘড়ি করে কোনো রকম সংস্কার কাজ, যা ইতোমধ্যেই জনমনে ক্ষোভের জন্ম দিয়েছে।
ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে শুধু ইট ও বালু ফেলে চালানো হচ্ছে নামে মাত্র সংস্কার। এতে সাময়িকভাবে রাস্তার গর্তগুলো ঢেকে গেলেও টেকসই কোনো সমাধান হয়নি।
স্থানীয়দের অভিযোগ, এ ধরনের লোক দেখানো সংস্কারে সাধারণ মানুষের দুর্ভোগ কখনোই লাঘব হবে না।
একজন বাসচালক বলেন,
🗣️ “এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত ভারী যানবাহন চলাচল করে। এই ইট আর বালু দিয়ে গর্ত কতদিন ঠিক থাকবে— সেটাই এখন দেখার বিষয়।”
অন্য এক পথচারী বলেন,
🗣️ “প্রতি বছর বর্ষা এলেই রাস্তার এমন বেহাল দশা হয়। তখন সংবাদ হলে অল্প কিছু কাজ হয়। কিন্তু মানসম্মত, দীর্ঘস্থায়ী সংস্কার কখনোই হয় না।”
বিশেষজ্ঞরাও বলছেন, কেবল ইট-বালু দিয়ে গর্ত ভরাট কোনো সমাধান নয়। এই ধরণের সংস্কার কয়েক দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়, ফলে আগের মতোই দুর্ঘটনার ঝুঁকি ও দুর্ভোগ থেকে যায়।
অবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি— এই নামে মাত্র সংস্কার নয়, বরং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের মাধ্যমে ঢাকা-বরিশাল মহাসড়ককে সচল ও নিরাপদ রাখার কার্যকর ব্যবস্থা নিতে হবে।