
গৌরনদী, বরিশাল:
জাতীয় মহিলা সংস্থা, গৌরনদীর উদ্যোগে আয়োজিত ৭২তম ব্যাচের সেলাই প্রশিক্ষণার্থীদের মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই পরীক্ষা নারী সমাজের স্বাবলম্বিতা ও আত্মনির্ভরশীলতার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রধান পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রিফাত আরা মৌরী।
মঙ্গলবার (২৪ জুন, ২০২৫) গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রশিক্ষণার্থীদের ব্যবহারিক সেলাই দক্ষতা এবং সেলাই শিল্পের তাত্ত্বিক জ্ঞান যাচাই করা হয়। জনাবা মৌ প্রশিক্ষণার্থীদের কাজ ও তাদের শেখার আগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “এই প্রশিক্ষণ নারীদের শুধুমাত্র অর্থনৈতিকভাবে স্বাবলম্বীই করবে না, বরং সমাজে তাদের সম্মান ও আত্মবিশ্বাস বৃদ্ধিতেও সহায়ক হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন জামসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, যিনি প্রশিক্ষণের সামগ্রিক ব্যবস্থাপনার তদারকি করেন। মাঠ সমন্বয়কারী বাবু সঞ্জয় কুমার ভদ্র প্রশিক্ষণার্থীদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন। অফিস সহকারী ভব রঞ্জন হাজরা পরীক্ষার দাপ্তরিক কার্যক্রমে সহযোগিতা করেন। এবং প্রশিক্ষণার্থীদের নিপুণভাবে সেলাই শিল্প শেখানো সেলাই শিক্ষিকা কাকলি খানম ও উপস্থিত ছিলেন।
জাতীয় মহিলা সংস্থা দীর্ঘদিন ধরে নারী ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাদের এই সেলাই প্রশিক্ষণ কার্যক্রম অসংখ্য নারীকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেছে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলেছে। কর্তৃপক্ষ আশা করছেন, এই ব্যাচের প্রশিক্ষণার্থীরাও সফলভাবে তাদের দক্ষতা কাজে লাগিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে। ভবিষ্যতে এ ধরনের আরও প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
Leave a Reply