স্টাফ রিপোর্টার, মোঃ মেহেদী হাসান।
বরিশালের গৌরনদী উপজেলায় বিএনপির বিরুদ্ধে চলমান মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এর নির্দেশে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন চুড়ুই ভাতি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আয়োজনে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য তৈবুর রহমান কচি, জেলা বিএনপির সাবেক সদস্য আতাউর রহমান চঞ্চল মাঝি, জেলা বিএনপির সদস্য এবং উত্তর জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি হোসনেয়ারা বেবী।
সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গফুর, যুবদল নেতা মোঃ মাসুম হাওলাদার, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র সদস্য মানিক মৃধা, গৌরনদী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সরোয়ার হোসেন মোল্লা,পৌর শ্রমিক দলের সদস্য সচিব মোঃ নুর আলম হাওলাদার, গৌরনদী কলেজ ছাত্রদলের সহ সভাপতি মোঃ আলী, বিএনপি নেতা মোঃ সরোয়ার হোসেন,পৌর যুবদল নেতা মোঃ লিয়াকত আলী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বিএনপির বিরুদ্ধে সরকারের মদদে চালানো অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে একটি প্রস্তাব গ্রহণ করা হয় যাতে ভবিষ্যতে যে কোনো অপপ্রচারের বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানানো হয়।