
অনিক কুমার দাস,কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় নিয়োগবিধি সংশোধন সহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন করা হয়।
(২৪জুন)রোজ মঙ্গলবার বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন মুরাদনগর উপজেলা শাখা সকালে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে মুরাদনগর উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ বলেন, মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদান সহ ৬ দফা দাবিতে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন।
কর্মসূচির প্রস্তাবিত ৬ দফা দাবি সমূহ হলো : ১.নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান করে ১৪ তম গ্রেড প্রদান। ২.পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ। ৩. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ। ৪. পূর্বের নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ করতে হবে। ৫. বেতন স্কেলে উন্নীতকরণের পূর্বে স্বাস্থ্য সহকারী,সহকারি স্বাস্থ্য পরিদর্শক,স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেড প্রাপ্ত বা প্রাপ্ত হয়েছেন তা পরবর্তী পূর্ণ নির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে। ৬. পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোস সম্পূর্ণ কারী স্বাস্থ্য সহকারী,সহকারি স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকদেরকে ডিপ্লোমাধারী সম্পূর্ণ হিসেবে গণ্য করে সরাসরি ১১তম দিতে হবে।
সভাপতি আবুল কালাম আজাদ আরো বলেন যে, বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করে, এই ৬ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য সেবা আরো শক্তিশালী ও টেকসই হবে।দীর্ঘদিন ধরে চলমান বৈষম্যের নিরসনের লক্ষ্য অধিদপ্তর থেকে প্রস্তাবিত সুপারিশ সমূহের বাস্তবায়ন ও প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি এখন স্বাস্থ্য সহকারীদের সময়ের দাবি।
প্রস্তাবিত দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল কর্মসূচি চলমান থাকবে।খুব দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি না মানা হলে তারা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।প্রয়োজনে তারা সেবা প্রদানও বন্ধ রাখবেন।
Leave a Reply