
স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।
বরিশালের গৌরনদীতে যুবদল নেতার একমাত্র ছেলের আকস্মিক মৃত্যু নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার সরাসরি হত্যাকান্ডের অভিযোগ না করলেও মৃত্যুটি রহস্যজনক বলে দাবী করেছেন।
উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও সাউদের খাল এলাকার বাসিন্দা স্বপন সরদার বলেন, গত ২২ জুন সন্ধ্যায় তার একমাত্র ছেলে অনিম সরদারকে (২২) বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক কারবারী হীরা মাঝির বিশ্বস্ত সহযোগী অপর মাদক কারবারী শাওন দেওয়ান। ওইদিন সন্ধ্যা থেকে রাত সাড়ে এগারটা পর্যন্ত শাওন ও অনিম নিলখোলা এলাকার হীরা মাঝির বাসায় অবস্থান করছিলো।
একইদিন দিবাগত রাত বারটার দিকে আমাকে জানানো হয় সাউদের খালপাড় এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় আমার ছেলে অনিম গুরুত্বর আহত হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবরপেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনার কোন আলামত পাইনি। ২৩ জুন বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আমার একমাত্র ছেলে অনিম।
যুবদল নেতা স্বপন সরদার অভিযোগ করে বলেন, ছেলের হীরা মাঝির নিলখোলার বাসা সম্পূর্ন সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তবে আমার ছেলের মৃত্যুর পর আমি সিসিটিভি’র ফুটেজ দেখতে চাইলে তারা আমাকে জানিয়েছে ফুটেজ রেকর্ড হয়না। আমাকে কোন ফুটেজ না দেখিয়ে তারা সিসিটিভি’র ফুটেজ সব গায়েব করে ফেলেছে। যে কারনে মৃত্যুটি রহস্যজনক বলে মনে হচ্ছে। আমার ছেলের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এবিষয়ে হীরা মাঝি বলেন, অনেকদিন যাবত আমার বাসায় সিসিটিভি’র লাইন নাই। সিসিটিভি’র ফুটেজ গায়েবের বিষয়টি সঠিক নয়। মূলত ওইদিন নীলখোলা থেকে আমাদের পূরান বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হয় আমার স্ত্রী, মোটরসাইকেল চালক শাওন ও অনিম সরদার। খবরপেয়ে তাৎক্ষনিক তাদেরকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এরমধ্যে অনিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন এবং আমার স্ত্রী ও মোটরসাইকেল চালক শাওন বরিশালের একটি হাসপাতালে গুরুত্বর অবস্থায় চিকিৎসাধীন আছেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এবিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply