
বাংলার বার্তা ডেস্কঃ
গাজীপুরের পুবাইলের হায়দারাবাদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে চারটি ঝুট গুদাম। শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঝুট ব্যবসায়ী কাইয়ুমের গুদাম থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা পাশের মিজান ও আব্দুল আজিজের মালিকানাধীন আরও তিনটি গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে টঙ্গীর তিনটি ও জয়দেবপুরের দুটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
Leave a Reply