
ঠাকুরগাঁওয়ে সাঁতার প্রশিক্ষণে অংশ নিতে এসে আয়মান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে সদর উপজেলা চত্বরে অবস্থিত পুকুরে সাঁতার প্রশিক্ষণের সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়।
প্রশিক্ষকরা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে কয়েক সপ্তাহ ধরে শিশুদের সাঁতার প্রশিক্ষণ চলছে। প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই প্রশিক্ষণ দেওয়া হয়। আজও প্রশিক্ষণ চলছিল।
আয়মানের চাচা নিজেও একজন প্রশিক্ষক। তিনি শিশুটিকে সঙ্গে নিয়ে প্রশিক্ষণে এসেছিলেন। প্রশিক্ষণ শেষে আয়মানকে পানি থেকে উঠিয়ে দেওয়া হয়। পরে সবার অগোচরে সে আবার পানিতে নেমে যায়। তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরের পানি থেকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আয়মান সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামের আরিফ হোসেনের ছেলে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রশিক্ষণ শেষে শিশুটিকে পানি থেকে উঠানো হয়েছিল। পরে সবার অগোচরে আবার পানিতে নামলে দুর্ঘটনাটি ঘটে। তারপরও কারও গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।” একই সঙ্গে তিনি সকল অভিভাবককে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
Leave a Reply