
স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।
গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে তিনটি নির্ধারিত স্থানে, উপজেলা অডিটোরিয়াম এবং গৌরনদী সরকারি কলেজে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও তাঁর টিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল এবং গৌরনদী মডেল থানার একটি টিম নিয়ে অভিযান পরিচালনা করা হয় । এসময় মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।অন্যদিকে, গৌরনদী সরকারি কলেজ প্রাঙ্গণে রাত ৯টা ৩০ মিনিটে ১০ জন এইচএসসি পরীক্ষার্থীকে আড্ডারত অবস্থায় পাওয়া যায়। তাদের শিক্ষার্থী ও পরীক্ষার্থী বিবেচনায় সতর্ক করে পরিবারের দায়িত্বে ছেড়ে দেওয়া হয়েছে।সকল অভিভাবকদের উদ্দেশে জানানো যাচ্ছে—আপনার সন্তানের সন্ধ্যার পর নিষিদ্ধ ও অনুচিত স্থানে উপস্থিতি পরবর্তীতে আর সহজে মাফযোগ্য হবে না।
অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তা ও সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান ।
জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে
সহকারী কমিশনার (ভূমি) ও
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো: রাজিব হোসেন জানান
Leave a Reply