
বাংলার বার্তা ডেস্কঃ
বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশের দক্ষ ও গোপন অনুসন্ধানের মাধ্যমে দীর্ঘদিন পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোঃ বক্কর প্যাদা (৪৫)থকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার দক্ষিন কটকস্থল গ্রামের পৈত্রিক বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
জানা যায়, যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতন ও হত্যাচেষ্টা চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মোঃ বক্কর প্যাদা। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলায় ২০২৪ সালের ১৫ অক্টোবর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে অতিরিক্ত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান বলেন, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে আমরা রোববার দুপুরে পরিকল্পিত অভিযানে আসামীর পৈত্রিক বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছি। দীর্ঘদিন পলাতক থাকা আসামীর গ্রেফতারে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আইনের আওতায় আসামীর বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply