
অনিক কুমার দাস,কুমিল্লা জেলা প্রতিনিধি।
ফেনী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এই অভিযানে ভারতীয় সিগারেট, আতশবাজি, বিস্কুট, ঔষধ ও হেয়ার অয়েল অন্তর্ভুক্ত রয়েছে।
সোমবার (৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্ত এলাকা এবং চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বিজিবির সদস্যরা চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে অংশগ্রহণ করেন এবং বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেন, যার বাজারমূল্য প্রায় ৫১ লাখ ১৭ হাজার ২২০ টাকা বলে জানা গেছে। জব্দকৃত পণ্য বর্তমানে স্থানীয় কাস্টমস দফতরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালান রোধে আমাদের কঠোর অবস্থান রয়েছে।
Leave a Reply