1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
সাতক্ষীরার নওয়াবেঁকীতে বিতর্কিত মার্কেট নির্মাণ: রাজনৈতিক পরিস্থিতির সুযোগে কাজ পুনরায় শুরু - Dailybanglarbarta.com        
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন

সাতক্ষীরার নওয়াবেঁকীতে বিতর্কিত মার্কেট নির্মাণ: রাজনৈতিক পরিস্থিতির সুযোগে কাজ পুনরায় শুরু

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩ বার দেখা হয়েছে
নওয়াবেকি চেয়ারম্যান

সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেঁকীতে মার্কেট নির্মাণ নিয়ে ইদুর বিড়াল খেলা চলছে কয়েকমাস ধরে তবে গত ৫ আগস্ট সরকার পতনের পরে দেশের বর্তমান পরিস্থিতিকে পুজি করে আবাও চেয়ারম্যান মার্কেট নির্মাণ কাজ শুরু করেছে।

নওয়াবেঁকী বাজারে আটুলিয়া ইউপির সামনের জায়গাটি পরিষদ তাদের রেকর্ডীয় দাবি করে মার্কেট নির্মাণ করছে, অপরদিকে প্রশাসন বলছে, জায়গাটি পেরিফেরিভুক্ত।

এর আগে ওই স্থানে মার্কেট নির্মাণ শুরু হলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরপর প্রশাসন সেখানে মার্কেট নির্মাণের কাজ বন্ধ করে দেয় কয়েকমাস কাজ বন্ধও থাকে,কিন্ত দেশের পরিস্থিতি কে পুঁজি করে আবারও দেদারসে মার্কেট নির্মাণ কাজ করে চেয়ারম্যান।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সরজমিন নওয়াবেঁকী বাজারে গিয়ে দেখা যায় পরিষদের সামনে রাস্তার পশ্চিম পাশে প্রায় ৪ শো’ ফুট লম্বা ও ৩০ ফুট চৌড়া জায়গা জুড়ে আর সিসি প্লিয়ারের নির্মাণ কাজ করছে ১ ডড়জনের ও বেশি শ্রামিক।

স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যাক্তি জানায় চেয়ারম্যান ৩০ টি ঘর তৈরির পরিকল্পনা নিয়ে, সবার কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে তারপরে কাজ শুরু করে, কিছু কাজ করতেই প্রসাশন কাজ বন্ধ করে দেয় তারপর সেভাবেই বন্ধ ছিল এখন হঠাৎ আবার কাজ শুরু করেছে।

এ বিষয়ে আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু কাছে মুঠোফোন জানতে চায়লে বলেন আমার কাজ কেউ বন্ধ করিনি, আমি নিজেই বন্ধ রাখছিলাম এখন আবার কাজ করছি।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশন (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত বলেন ও স্থানে মার্কেট নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল আবার কাজ করলে আইনগতভাবে ব্যাবস্থা নেওয়া হবে।

স্থানটিতে মার্কেট নির্মাণ নিয়ে রয়েছে নানান বিতর্ক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।