
বিএনপি’র কেন্দ্রীয় ভাইসচেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টায় পিআর পদ্ধতির ধুয়া তুলেছে। দেশে কোনদিন এটা হয়নি, মানুষ পিআর কি বোঝে না। কাজেই পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচনের চেষ্টা করা হলে এ দেশের মানুষ মেনে নেবে না।
সোমবার (১৩অক্টোবর) সন্ধ্যায় খুলনার পাইকগাছায় উপজেলা বিএনপি আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণের সমর্থন ও ভোটে বিএনপি ক্ষমতায় গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নতুন বাংলাদেশ গড়ে তুলবে। যেখানে এমপি, মন্ত্রী, প্রশাসন ও বিচার বিভাগসহ সব ক্ষেত্রে জবাবদিহিতা থাকবে। তাহলেই দেশে আর কখনো স্বৈরাচার তৈরী হবে না।
পাইকগাছা পৌরসভা চত্বরে উপজেলা বিএনপির আহবায়ক তহিদুজ্জামান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল।
সমাবেশের বক্তৃতা করেন জেলা বিএনপি’র সভাপতি মোঃ মনিরুজ্জামান মন্টু, জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদসহ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply