স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।
বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের উওর বাঙ্গিলা গ্রামের “উত্তর বাঙ্গিলা সামাজিক আল-আকসা জামে মসজিদ ” নির্মাণ করা হয়, সম্প্রতি মসজিদটি স্থায়ী অবকাঠামো নির্মাণের লক্ষ্যে ওই পুকুরটি বালু দিয়ে ভরাটের উদ্যোগ নেয়া হয়, এ বিষয় মসজিদ কমিটির সভাপতি মোঃ শামসুল হক খান ও গৌরনদী উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মনির হোসেন হাওলাদার এর সাথে বালু ভরাট নিয়ে কথাবার্তা হয়, পুকুরের এক অংশ বালু দিয়ে ভরাট করে দেওয়ার চুক্তি করেন।
উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মনির হোসেন হাওলাদার জানান,মসজিদ নির্মাণের কাজে বালু ভরাটের চুক্তি হয়, এমনতাবস্থায় ইতালি প্রবাসী মোঃ সরোয়ার হোসেন সরদার, ৫০০০০ পঞ্চাশ হাজার টাকা আমার কাছে বায়না করেন, অত্র বায়নার টাকা থেকে আমি ৪০ চল্লিশ হাজার টাকা বালু ভরাটের জন্য ড্রেজার মেশিন মালিক যুবদল নেতা মোঃ রিপন সরদার,এর সাথে বালু ভরাট করে দিবে, এ মর্মে স্ট্যাম্পের চুক্তি করে থাকি।
সড়ক দুর্ঘটনার কারণে আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, মসজিদ এর বালু ভরাটের বিষয়টি তদারকি করতে পারি নাই,যার কারনে সময় ক্ষেপন হয়ে থাকে।
এ বিষয়ে ড্রেজার মেশিন মালিক রিপন সরদার বলেন মেশিন নষ্ট থাকার কারণে সময় ক্ষেপন হয়েছে,যথা সময়ে বালু-ভরাটের কাজ করতে পারিনি, ভুলটা আমাদেরই ছিলো।
অত্র মসজিদের সভাপতি মোঃ শামসুল হক সহ মুসল্লীরা তাকে ভুল বুঝে গৌরনদী নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন, এ নিয়ে অনলাইন পত্রিকায় একটি নিউজ হয়, তাৎক্ষণিক সংবাদ পেয়ে গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মনির হোসেন হাওলাদার ড্রেজার মেশিন মালিক যুবদল নেতা মোঃ রিপন সরদার-কে-নিয়ে বুধবার দুপুর একটার সময় মসজিদ কমিটির নিকট উপস্থিত হন, মসজিদ কমিটির সভাপতি শামসুল হক সহ মুসল্লিদের উপস্থিতিতে ড্রেজার মেশিন মালিক মোঃ রিপন সরদার কমিটির লোকদের সাথে কথাবার্তা বলে তিনদিনের ভিতর বালু ভরাটের কাজ শুরু করার আশ্বাস দেন, এবং কাজে কোন প্রকার ব্যর্থ হইলে ৫০ পঞ্চাশ হাজার টাকা মসজিদ কমিটিকে পুনরায় ফেরত দেওয়ার কথা বলেন।
মসজিদ কমিটির সভাপতি শামসুল হক জানান,অগ্রিম বালু ভরাটের বায়নার টাকা মনির হাওলাদারকে দেওয়ার পর সময় ক্ষেপন করেন ও কয়েকবার যোগাযোগ করেও আমাদের বালু ভরাটের কাজ বুঝিয়া না পাওয়ার কারণে মসজিদ কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরির নিকট একটি লিখিত অভিযোগ জমা দেই। যথা সময় আমরা বালু ভরাটের কাজ বুঝিয়া পাইলে, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মনির হোসেন হাওলাদার এর উপর কোন অভিযোগ থাকিবেনা।
Leave a Reply