
মোঃ মেহেদী হাসান, গৌরনদী।
শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে ‘জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’ তারি ধারাবাহিকতায় গৌরনদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড প্রতিরোধে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রবিবার সকাল ১০টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়,সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ, আয়োজনে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়,
শিক্ষার্থীদের টাইফয়েড প্রতিরোধে ভ্যাকসিন প্রদান করেন উপজেলা স্বাস্থ্যকর্মীরা। জনাব একে এম. মোঃ মিজানুর রহমান প্রধান শিক্ষক মাহিলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহতা জারাব সালেহীন।
বিশেষ অতিথি ছিলেন জনাব তাছলিমা বেগম, এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব একে. এম. মিজানুর রহমান।
ভ্যাকসিন কার্যক্রমে অংশগ্রহণকারী অভিভাবকরা সরকারের এ জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান
Leave a Reply