
মুলাদী সরকারি কলেজে বাংলাদেশে ইসলামী ছাত্রশিবিরের উপড় ছাত্রদলের হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ছাত্রশিবিরের মুলাদী থানা সভাপতি মো: হামিম ও ৭ শিবির কর্মীসহ ১০ জনের অধিক আহত। ৫ জনের অবস্থা গুরুতর হলে বরিশালের স্থানান্তর করা হয়, বাকিদের স্থানীয় মেডিকেলে ভর্তি করা হয়। মুলাদী কলেজ কর্তৃপক্ষের কাছে নবীন বরণের অনুমতি নিতে কলেজে গেলে ছাত্রদল এ হামলা করে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে হামলার ঘটনা ঘটে ।
মুলাদী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ মহিউদ্দিন ঢালী সেক্রেটারি মোঃ বেল্লাল সরদার ও পৌরসভা যুবদল সভাপতি মো: রফিক ঢালির নেতৃত্বে অর্ধশতাধিক ছাত্রদলের কর্মীর এ হামলায় অংশ নেয় বলে জানায় জামায়াত।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল-৩ (বাবুগঞ্জ+মুলাদী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মদ বাবর আহতদের দেখতে হাসপাতালে জান। তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামী মুলাদী থানা আমীর মাওলানা মো: আবু সালেহ। তারা আহতদের সুচিৎসা ও হামলাকারীদের বিচার দাবি করেন। এ হামালার তীব্র নিন্দা জানান।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রদল দাবি করেছে, ছাত্রদল নেতাদের কলেজ ক্যাম্পাসে প্রবেশে বাধা দিয়ে ছাত্রদলের স্থানীয় ৫ জন নেতাকর্মীকে মারধর করেছে শিবিরের নেতারা।
Leave a Reply