
বাংলার বার্তা ডেস্কঃ
রাজশাহী মহানগরীর একটি বাসা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকার ‘ডক্টর ইংলিশ’ নামের ওই প্রতিষ্ঠান ঘিরে অভিযান চালায় সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল। পরে এ অভিযানে যোগ দেয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একটি দল। প্রতিষ্ঠানটি কোচিং সেন্টার হিসেবে পরিচালিত হতো।
সেনাবাহিনী সূত্র জানায়, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে দু’টি বিদেশী এয়ারগান, একটি রিভলভার, তিন বক্স এয়ারগান শিশা, ছয়টি দেশীয় অস্ত্র, একটি ট্রাজারগান, চারটি ওয়াকিটকি, একটি জিপিএস ডিভাইস, একটি ম্যাগনেট, একটি বাইনোকুলার, ১০টি সিমকার্ড, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার এবং ৩৫ বোতল বিদেশী মদ। এছাড়া বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।
এ বিষয়ে ৪০ ইস্ট বেঙ্গলির কোনো কর্মকর্তা ও সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে আরএমপির মুখপাত্র গাজিউল ইসলাম জানান, অস্ত্রগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হলে তারা বিস্তারিত জানাতে পারবেন।
সূত্র বলছে, ওই কোচিংয়ের মালিক মুনতাসিরুল অনিন্দ্য। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র (অপসারিত ও পলাতক) এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের কর্মীরা হামলা চালায়। এতে দু’জন নিহত হন। ওই সময় রাজশাহী নগর ভবনে লিটন ও তার লোকজন বিপুল অস্ত্র মজুদ রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে।
Leave a Reply