1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. k8ak@razdel-imushchestva6.ru : barrettbible877 :
  3. tamekia@orbitaloffer.online : camilla7319 :
  4. dannymoeller1943@acetylcholgh.ru : carmenlam53 :
  5. arthurstone1918@acetylcholgh.ru : cherylmenard :
  6. ewf32@razdel-imushchestva6.store : emmettali8 :
  7. ruebenti@bittermail.site : hayleychang0539 :
  8. mbjyr@yuridicheskaya-konsultaciya11.store : inesbaughman14 :
  9. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  10. antoinettesmith1972@acetylcholgh.ru : marianastilwell :
  11. qalex@razdel-imushchestva4.store : natalieu03 :
  12. ka11k@razdel-imushchestva6.ru : patriciae37 :
  13. banzay3@konsultaciya-yurista3.ru : russelmontero1 :
  14. fvgbhn@yuridicheskaya-konsultaciya11.store : windycorby04 :
  15. muriellanham2006@acetylcholgh.ru : zneluann754 :
চাষের জমি ও বাড়ি তৈরীতে সরকারি হালট দখল ও ভরাট উদ্ধার ও খননের নামে রাস্তা বানা”েছ প্রভাবশালীরা - Dailybanglarbarta.com        
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
১৩ নভেম্বর ঘিরে খোলা জ্বালানি তেল বিক্রি বন্ধ জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন নয়: জামায়াত আমির জামায়াতের এমপি প্রার্থীর বিলবোর্ডে ও আমিরের বাড়িতে অগ্নিসংযোগ ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিলেন জামায়াতের প্রার্থী প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু জনগণের শক্তিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারব – বিএনপির মনেনীত প্রার্থী স্বপন নির্বাচন বানচালের চেষ্টা করলে দেশে আবারও বিপ্লব ঘটবে: সরোয়ার তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি প্রযুক্তিনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ব: এম. জহির উদ্দিন স্বপন অপরিকল্পিত স্পিড ব্রেকার : জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ইউপি সদস্য Gournadi 24.com এর ১৩ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

চাষের জমি ও বাড়ি তৈরীতে সরকারি হালট দখল ও ভরাট উদ্ধার ও খননের নামে রাস্তা বানা”েছ প্রভাবশালীরা

  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৯৫ বার দেখা হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ফসলের মাঠের পানি নিস্কাশনের সরকারি হালট দখল ও ভরাট করে চাষের জমি ও বাড়ি তৈরি করেছেন ¯’ানীয়রা। ওই হালটকে উদ্ধার ও খননের নামে এখন ¯’ানীয় প্রভাবশালীরা তাদের নিজেদের চলাচলের জন্য রাস্তা বানা”েছন। পরিকল্পনা সফল করতে তারা গায়ের জোরে কেটে নিধন করেছেন প্রতিপক্ষের অসংখ্য ফলদ ও বনজ বৃক্ষ। এ নিয়ে ওই গ্রামে দু-পক্ষের বিরোধ এখন চরমে। তাদের মধ্যে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে যেতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের উত্তর বাসুদেব পাড়া গ্রামের।
সরেজমিন ওই গ্রাম ঘুরে দেখা গেছে, গ্রামটির বিস্তীর্ন ফসলের মাঠের পানি নিস্কাশনের সরকারি হালট দখল ও ভরাট করে চাষের জমি ও বাড়ি তৈরি করেছেন ¯’ানীয়রা। ধীরে ধীরে দখল হয়ে যাওয়া ওই হালটটি উদ্ধার ও খননের নামে ভেকু দিয়ে একটি সরু ড্রেন খনন করা”েছন এবং সেখান থেকে তোলা মাটি দিয়ে হালটের ভেতরেই একটি মাটির রাস্তা বানা”েছন এলাকার প্রভাবশালী মনির হাওলাদার ও সোহাগ হাওলাদার।
ক্ষুব্ধ গ্রামবাসী বলছেন, ফসলের মাঠের পানি নিস্কাশনের জন্য হালট খনন করা তাদের উদ্দেশ্য নয়। তাদের মূল উদ্দেশ্য নিজেদের বাড়ির লোকজনের চলাচলের জন্য সরকারি হালট দখল করে রাস্তা নির্মান করা।
এ নিয়ে ও সাধারন গ্রামবাসী ও পক্ষ-বিপক্ষের লোকজনের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার বাসুদেবপাড়া মৌজার বিএস ৯০৮ ও ৯৯৭ নং দাগের উক্ত সরকারি হালটটির বেশ কিছু অংশ দখল ও ভরাট করে চাষের জমি বানিয়েছেন ¯’ানীয় আনোয়ার সরদার, আরজ আলী সরদার, রাজু সরদার, মন্নাত হাওলাদার, মোস্তফা খানসহ অনেকে। বাকি কিছু অংশ দখল ও ভরাট করে বাড়ি তৈরী করেছেন সরোয়ার সরদার। অবশিষ্ট দখল ও ভরাট করে আব্দুর রহিম সরদার ও বিউটি বেগম ফলিয়েছেন বনজ বৃক্ষ এবং হাসিনা বেগম ফলিয়েছেন ফলদ বৃক্ষ। এভাবে গত দুই তিন যুগের ব্যবধানে এলাকার লোকজন মিলে পুরো হালটটিকে গিলে খেয়েছেন।
অপর দিকে ¯’ানীয় প্রভাবশালী মনির হাওলাদার, সোহাগ হাওলাদার ও তাদের স্বজনরা মিলে ওই হালটটিকে উদ্ধার ও খননের নাম করে গায়ের জোরে নিজেদের বাড়ির লোকজনের চলাচলের জন্য মাটির রাস্তা বানা”েছন। এ কাজ করতে গিয়ে তারা গায়ের জোরে হাসিনা বেগম (৬৫) নামের প্রতিপক্ষ এক বিধবা নারীর আম, কাঠাল ও সুপারির গাছসহ ফলদ বৃক্ষ কেটে নিধন করেছেন। আব্দুর রহিম সরদার, বিউটি বেগমের রেন্ট্রি কড়াই, চাম্বলসহ বনজ বৃক্ষ কেটে ফেলেছেন। এ সকল বৃক্ষ কেটে ফেলার সময় ক্ষতিপুরন দেয়ার কথা বললেও এখন তারা তা দিতে অস্বীকার করছেন বলে জানিয়েছেন ক্ষতিগ্র¯’রা।
ক্ষোভের সাথে বিউটি বেগম বলেন, গায়ের জোরে ওরা আমার দামি দামি রেণ্ট্রি, কড়াই গাছ কেটে ফেলেছে। ওরা কারো বাধা মানছেনা।
কান্নায় ভেঙ্গে পড়ে বিধবা হাসিনা বেগম (৬৫) বলেন, আমি অনেক অনুনয় বিনয় করে তাদেরকে বলেছি, আর ১মাস পরেই আমার গাছের আম, কাঠালগুলো পেকে যাবে। আপনারা তার পরে গাছগুলো কাটেন। ওরা আমার কথা শোনেনি। গায়ের জোরে তারা কচি ফলসহ আমার গাছগুলোকে কেটে ফেলেছে। আমি এর বিচার চাই। উপযুক্ত ক্ষতিপূরন চাই।
অভিযুক্ত প্রভাবশালী মনির হাওলাদার বলেন, এলাকার কৃষকের ফসলের মাঠের পানি নিস্কাশন ব্যব¯’া সচলের জন্য বন্ধ হওয়া হালটটি খনন ও রাস্তা নির্মানের জন্য এলাকাবাসীর পক্ষে আমি গত ৯-১২-২০২৫ইং বাটাজোর ইউপি চেয়ারম্যান বরাবরে একটি আবেদন করি। তিনি আমাকে অনুমতি দেয়ায় আমরা ব্যাক্তিগত উদ্যোগে নিজেদের অর্থে হালটটি খনন ও রাস্তা তৈরী করছি। এর জন্য যাদের গাছ কাটা পড়েছে তাদেরকে ক্ষতিপূরন দেয়া হবে।
বাটাজোর ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার বলেন, অনুমতি ছাড়া সরকারি জমি বা হালট খনন ও রাস্তা তৈরীর সুযোগ কারো নেই। আর আমি কাউকে এ রকম কোন অনুমতি দেইনি।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, আমি উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি)কে অথবা ভ‚মি সং¯øীষ্ট কাউকে সরেজমিন জমিটির খোজ নেয়ার জন্য পাঠিয়ে দেখবো। জমিটি যদি সরকারের ১নং খাস খতিয়ান ভ‚ক্ত জমি হয়ে থাকে সে ক্ষেত্রে আমরা সরেজমিন দেখে পরবর্তি আইনগত সিদ্ধান্ত নেব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।