1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. k8ak@razdel-imushchestva6.ru : barrettbible877 :
  3. tamekia@orbitaloffer.online : camilla7319 :
  4. dannymoeller1943@acetylcholgh.ru : carmenlam53 :
  5. arthurstone1918@acetylcholgh.ru : cherylmenard :
  6. ewf32@razdel-imushchestva6.store : emmettali8 :
  7. ruebenti@bittermail.site : hayleychang0539 :
  8. mbjyr@yuridicheskaya-konsultaciya11.store : inesbaughman14 :
  9. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  10. antoinettesmith1972@acetylcholgh.ru : marianastilwell :
  11. qalex@razdel-imushchestva4.store : natalieu03 :
  12. ka11k@razdel-imushchestva6.ru : patriciae37 :
  13. banzay3@konsultaciya-yurista3.ru : russelmontero1 :
  14. fvgbhn@yuridicheskaya-konsultaciya11.store : windycorby04 :
  15. muriellanham2006@acetylcholgh.ru : zneluann754 :
শেবামেকে চালু হলো হেমাটোলজি বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম - Dailybanglarbarta.com        
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
১৩ নভেম্বর ঘিরে খোলা জ্বালানি তেল বিক্রি বন্ধ জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন নয়: জামায়াত আমির জামায়াতের এমপি প্রার্থীর বিলবোর্ডে ও আমিরের বাড়িতে অগ্নিসংযোগ ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিলেন জামায়াতের প্রার্থী প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু জনগণের শক্তিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারব – বিএনপির মনেনীত প্রার্থী স্বপন নির্বাচন বানচালের চেষ্টা করলে দেশে আবারও বিপ্লব ঘটবে: সরোয়ার তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি প্রযুক্তিনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ব: এম. জহির উদ্দিন স্বপন অপরিকল্পিত স্পিড ব্রেকার : জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ইউপি সদস্য Gournadi 24.com এর ১৩ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

শেবামেকে চালু হলো হেমাটোলজি বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম

  • আপডেটের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৩০ বার দেখা হয়েছে
শেবামেকে চালু হলো হেমাটোলজি বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম
শেবামেকে চালু হলো হেমাটোলজি বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম

 

বাংলার বার্তা ডেস্কঃ

পদ সৃষ্টির ১৫ বছর পর বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) হাসপাতালে চালু হলো হেমাটোলজি (রক্তরোগ) বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরের সহযোগিতায় ও হেমাটোলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলীর উদ্যোগে এই চিকিৎসা সেবা চালু করা হয়েছে।

এখন থেকে সপ্তাহের প্রতি রবি থেকে বুধবার হাসপাতালের বহির্বিভাগের ১৬২ নম্বর কক্ষে রক্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করবেন।

এ উপলক্ষ্যে আজ রবিবার (৩ আগস্ট) হেমাটোলজি বহির্বিভাগ ও স্পেশালিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১০ সালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে হেমাটোলজি (রক্তরোগ) বিভাগের চিকিৎসকদের পদ সৃস্টি হয়। এখানে হেমাটোলজি বিভাগটি সৃস্টি হলেও বিগত ১৫ বছরে কোন চিকিৎসক পদায়ন করা হয়নি। অতঃপর গত বছরের আগস্ট মাসে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের হেমাটোলজি (রক্তরোগ) বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলীকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি করার পর তিনি এখানে হেমাটোলজি (রক্তরোগ) বিভাগ চালুর উদ্যোগ গ্রহণ করেন।

তারই প্রেক্ষিতে হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর সহযোগিতা হাত বাড়িয়ে দেন। ডা. মোহাম্মদ আলীর চাহিদার প্রেক্ষিতে রক্তরোগ পরীক্ষা-নিরীক্ষার জন্য একাধিক মেশিনারিজ ও আন্তঃ এবং বহিঃবিভাগের জন্য স্থানের ব্যবস্থা করে দেন। অতঃপর আজ রবিবার হেমাটোলজি বহির্বিভাগ ও স্পেশালিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০ টায় হাসপাতালের তৃতীয় তলায় মেডিসিন সেমিনার হলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলু, শেবামেক শিক্ষক সমিতির সভাপতি ডা. কামরুদ্দোজা হাফিজুল্লাহ, হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মাদ মাহামুদ হাসান ও সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. একেএম নজমুল আহসান।

হেমাটোলজি (রক্তরোগ) বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সিনিয়র মেডিক্যাল স্টোর অফিসার ডা. আবদুল মোনায়েম সাদের উপস্থাপনায় বক্তব্য রাখেন, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের নির্বাহী সদস্য মো. নাজিম উদ্দিন, বরিশাল শাখার যুগ্ম আহবায়ক মহাসিন চৌধুরী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে রোগীদের উদ্দেশ্যে চিকিৎসকরা বলেন, ইতিপূর্বে রক্তরোগে আক্রান্ত এ অঞ্চলের রোগীরা রাজধানীতে যেতে হতো। এখন তারা এখান থেকেই চিকিৎসা সেবা পাবেন। হেমাটোলজি হলো চিকিৎসা বিজ্ঞানের রক্ত এবং রক্ত গঠনকারী টিস্যুগুলির অধ্যয়ন নিয়ে কাজ করে। এটি রক্ত এবং এর উপাদানগুলির রোগ যেমন রক্ত কোষ, হিমোগ্লোবিন, রক্তের প্রোটিন, অস্থি মজ্জা, প্লেটলেট, রক্তনালী, প্লীহা এবং জমাট বাঁধার প্রক্রিয়া সম্পর্কিত রোগগুলির কারণ, রোগ নির্ণয়, চিকিৎসা এবং প্রতিরোধের ব্যবস্থা নেয়।

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে উদ্বোধণ হওয়া হেমাটোলজি বহির্বিভাগ ও স্পেশালিটি ক্লিনিকে রক্ত এবং অস্থিমজ্জার রোগ নির্ণয়, চিকিৎসা, রোগ প্রতিরোধে কাজ করা, নতুন চিকিৎসা পদ্ধতি এবং কৌশল উদ্ভাবন করা ও রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি রক্ত সল্পতা, রক্ত জমাট বাঁধার সমস্যা, হিমোফিলিয়া, রক্ত ক্যান্সার, থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া চিকিৎসা প্রদান করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।