
মোঃ মেহেদী হাসান, স্টপ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করেছে গৌরনদী পৌর যুবদল
এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
গৌরনদী পৌরসভার বাংলাবাজার ৮ নং
দিয়াশুর দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে।
অনুষ্ঠানের দিক নির্দেশনায় ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
সভাপতিত্বে করেন গৌরনদী পৌর যুবদলের সদ্যস সচিব গোলাম মাহতাব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক এমএ গফুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ মানিক মৃধা সিনিয়র সদস্য উত্তর জেলা যুবদল, বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য মাসুম হাওলাদার, সঞ্চালনা করেন দেলোয়ার গাজী, সাবেক প্রচার সম্পাদক গৌরনদী উপজেলায় যুবদল উপস্থিত ছিলেন যুবদল নেতা সোহেল ফকির, লিয়াকত আলী, শাহাবুদ্দিন, ইউনুস পাইক, নাসির মল্লিক, ইব্রাহিম, আবু হানিফ, নুরুজ্জামান, গৌরনদী পৌরসভার ৮ নং শ্রমিক দলের সভাপতি মোঃ গিয়াস
সহ গৌরনদী পৌরসভার ৮টি ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে বলেন, “তারেক রহমানের ৩১ দফা কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটি একটি ভবিষ্যত রূপরেখা। এ দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসন, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। বর্তমান দুঃশাসনের অবসান ঘটিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে দেশের প্রতিটি স্তরে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
আরো বলেন গৌরনদী উপজেলায় কোন সন্ত্রাসী কার্যকলাপ চলবে না গত ৫ আগস্টের পর থেকে এখানে সেখানে মিছিল করে ছবি তুলে পোস্ট করে মূল্যায়ন পেতেচান। তা করতে দেওয়া হবে না। ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। গত ১৭ বছরে পালিয়ে পালিয়ে প্রোগ্রাম করেছেন যারা।
গৌরনদী পৌর যুবদল এ ধরনের আয়োজন স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। দলীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই সভা ভবিষ্যতের বৃহত্তর আন্দোলনের বীজ বপনে সহায়ক ভূমিকা পালন করবে।
Leave a Reply