
আগামীকাল সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। এই উপলক্ষে আজ গৌরনদী উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।
পরিদর্শনকালে ইউএনও রিফাত আরা মৌরি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য শিক্ষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন। তিনি বার্থী ডিগ্রী কলেজ, মাহিলাড়া ডিগ্রী কলেজ এবং গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ সহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন। এসময় তিনি শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে এবং কোনো ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি নিশ্চিত করেছেন।
Leave a Reply